Bibidh Mantra / বিবিধ মন্ত্র

Bibidh Mantra / বিবিধ মন্ত্র

হে গুরু শ্রী রাম দূতা , শীল হামকো দিজিয়ে শীঘ্র সারে সদ্গূণো সে পূর্ণ হিন্দু কিজিয়ে । লিজিয়ে হামকো শরণ মে , হাম সদাচারী বনে, ব্রহ্মচারী ধর্ম রক্ষক বীরব্রতধারী বনে ।।

ভোজন মন্ত্র

“ওঁ ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির্ব্রম্মাগ্নউ ব্রহ্মনা হুতম।
ব্রহ্মইব তেন গন্তব্যং ব্রহ্মকর্মসমাধিনা।। সহনাববতু , সহনৌ ভুনক্তু , সহ বীর্যং করবাবহৈ।
         তেজস্বীনাবধীতমস্তু , মা বিদ্বিষাবহৈ ।।
                   ওঁ শান্তিঃ , ওঁ শান্তিঃ , ওঁ শান্তিঃ।। ( – তৈত্তিরীয় উপনিষদ্‌ ৩।১)

রাত্রি মন্ত্র

ওঁ অসতো মা সদ্গময়।
তমসো মা জ্যোতির্গময়।
মৃত্যোর্মামৃতং গময়। ( – বৃহদারণ্যক উপনিষদ্‌ ১।৩।২৮)

শান্তি মন্ত্র

সর্বে ভবন্তু সুখিন,
সর্বে সন্তু নিরাময়া,
সর্বে ভদ্রানি পশ্যন্তু,
মা কশ্চিদ দুঃখ মাপ্নুয়াত,
ওম শান্তি শান্তি শান্তি।
(বৃহদারন্যক উপনিষদ ১/৪/১৪)

অর্থাৎ সবাই যেন সুখী হয়, সকলে যেন নিরাময় হয়, সকল মানুষ পরম শান্তি লাভ করুক, কশ্মিনকালেও যেন কেহ দুঃখ বোধ না করেন। সকলের শান্তি লাভ করুন।

সংগঠন মন্ত্র

সংগচ্ছধ্বং সংবদধ্বং সংযো মনাংসি জানতাম।
দেবা ভাগঃ যথাপূর্বে সংজানানা উপাসতে॥ সমানো মন্ত্রঃ সমিতিঃ সমানী
সমানং মনঃ সহচিত্তমেষাম্।
সমানং মন্ত্রমভি মন্ত্রয়ে বঃ
সমানেন বো হবিষা জুহোমি। সমানী ব আকূতিঃ সমানা হৃদয়ানি বঃ।
সমানমন্ত বো মনো যথা বঃ সুসহাসতি ॥ অর্থ,–তোমরা একত্র মিলিত হও, এককণ্ঠে ঘোষণা কর, একত্র মন বিনিময় কর; যেরূপ অতীতের দেবতাগণ সচেতনভাবে একত্র তাহাদের ভাগ গ্রহণ করিতেন, মন্ত্র সমান হউক, সমিতি সমান হউক, মন সমান হউক, বিচার একরূপ হউক। তোমাদের সহিত একই মন্ত্রে আমি মন্ত্রণা করি, তোমাদের সহিত একই হবি দ্বারা আমি হোম করি তোমাদের প্রচেষ্টা সমান হউক, হৃদয়গুলি এক হউক, মন এক হউক, যাহাতে তোমাদের ঐক্য স্থাপিত হয় ॥ ঋগ্বেদ : ১০.১৯১.॥

সংগঠন মন্ত্র

পূর্ণ মন্ত্র

॥ ওঁ পূর্ণ⁠মদঃ⁠ পূর্ণ⁠মিদং⁠ পূর্ণা⁠ত্পূর্ণ⁠মুদ⁠চ্যতে । পূর্ণ⁠স্য
পূর্ণ⁠মাদা⁠য় পূর্ণ⁠মেবাবশি⁠ষ্যতে ॥ ওঁ শান্তিঃ⁠ শান্তিঃ⁠ শান্তিঃ⁠ ॥